কুমিলস্নায় শেখ সেলিম

জিয়া বাংলাদেশের নাগরিক ছিলেন না

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, কুমিলস্না
কুমিলস্না উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম -যাযাদি
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, জিয়া বাংলাদেশের নাগরিক ছিলেন না। তার জন্ম পাকিস্তানে। তার বাবা-মায়ের কবরও পাকিস্তানে। তিনি যুদ্ধ করেছেন পাকিস্তানের 'স্পাই' হয়ে। সোমবার দুপুরে চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে কুমিলস্না উত্তর জেলা আ'লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। শেখ সেলিম আরও বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে খুনের ঘটনার সঙ্গে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন। তিনি বেঁচে থাকলে অন্যান্য খুনিদের মতো তারও ফাঁসি হতো। মৃত মানুষের বিচার হয় না। এ জন্য জিয়া ও মোশতাকদের বিচার হয়নি। কুমিলস্না উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আউয়াল সরকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এম. হুমায়ূন মাহমুদের সঞ্চালনায় সম্মেলনে সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন উত্তর জেলা আ'লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ, মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া, ইউসুফ আব্দুলস্নাহ হারুন প্রমুখ। , সেলিমা আহমাদ মেরী, রাজী মোহাম্মদ ফখরুল মুন্সি এমপি, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মু. রুহুল আমিন প্রমুখ।