গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০০

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে অতিথি পাখি শিকার, সরকারি খাল ভরাট, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার কাশিয়ানীতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও সাব্বির আহম্মেদ এবং কোটালীপাড়ার ভাঙ্গার হাট বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান পৃথকভাবে এ জরিমানা করেন। কাশিয়ানীর ইউএনও সাব্বির আহম্মেদ জানান, উপজেলার রাতইল বিলে অতিথি পাখি শিকার করছিলেন তিন যুবক। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৯টি অতিথি পাখিসহ ওই তিন যুবককে আটক করা হয়।