সিরাজগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৯, ০০:০০

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ ১১৭ জনের বিরুদ্ধে নামীয় ও অজ্ঞাতনামা আরো ৪০/৪৫ জনের বিরুদ্ধে রোববার রাতে সদর থানার উপ-পরিদর্শক জয়দেব কুমার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন, বিএনপির জাতীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মজিবর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস, আনিসুজ্জামান পাপ্পু, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম আনোয়ার হোসেন রাজেশ, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। এদিকে ঘটনাস্থল থেকে আটক ৬ জনকে এ মামলায় আসামি করে গ্রেপ্তার দেখানো হয়েছে। আটককৃতরা হলেন, হোসেনপুর মহলস্নার ঈদুল, ধানবান্ধি মহলস্নার এসএম টিপু সুলতান, পুঠিয়াবাড়ী মহলস্নার আনোয়ার হোসেন, গয়লা এলাকার শুভ, বিপস্নব ও সোহেল।