মির্জাগঞ্জে আমন ধান কাটা শুরু

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় আমন ধান কাটা শুরু হয়েছে। নতুন ধান ওঠায় এ অঞ্চলের কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। আমন ধান কাটার পাশাপাশি চলছে বোরো ও রবিশস্য আবাদের আয়োজন। ধান কাটা, ঘরে আনা, মাড়াই করা এবং রবি শস্যের আবাদ নিয়ে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। ফুরসত পাচ্ছেন না গৃহিণীরাও। ধান সিদ্ধ, শুকানোসহ নানা কাজে ব্যস্ত তারা। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় অর্ধ শতাধিক মাড়াই মেশিন এবং বিভিন্ন হাট-বাজার এলাকায় ২০টির বেশি রাইস মিল সচল হয়েছে। উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে দেখা যায় প্রকারভেদে ৫৮০ টাকা থেকে ৬০০ টাকা দরে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে।