রাজনগরে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রকল্প

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে জেন্ডার সচেতনতা, কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় কাজ করছে কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডবিস্নউএফডি)। কিশোর-কিশোরীরা যাতে দায়িত্বশীল, স্নেহশীল, জেন্ডারভিত্তিক সমতার মনোভাব অর্জন ও চর্চা করার মানসিকতা গড়ে তুলতে গেস্নাবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এই প্রকল্পে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয় ও জতিসংঘ জনসংখ্যা তহবিল। রাজনগর উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণও দেয়া হয়েছে। এসব কিশোর-কিশোরী যাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ব্যাপারে যথাযথ শিক্ষার সুযোগ পায় সে জন্য মঙ্গলবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিকদের নিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকল্প অবহিতকরণ সভা করেছে সিডবিস্নউএডি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তার। সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ ছালেক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রাশিদুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খান, মহিলাবিষয়ক কর্মকর্তা মোছামৎ হোসনে আরা তালুকদার, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ফিল্ড অফিসার ডা. নুর-এ-আলম প্রমুখ।