বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ১১ ডিসেম্বর ২০১৯, ০০:০০

মানববন্ধন

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা

'আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ' এই সেস্নাগানকে ধারণ করে টাঙ্গাইলের ধনবাড়ীতে সোমবার আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন করা হয়েছে।

ধনবাড়ী উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি ধনবাড়ী উপজেলা শাখার যৌথ উদ্যোগে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন পালিত হয়।

সচেতনতামূলক সভা

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রাম ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে রাউজান কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সহযোগিতায় এন্টিবায়োটিক অপব্যবহার রোধ, নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ও আন রেজিস্ট্রার্ড ঔষধ প্রতিরোধে জনসচেতনমূলক মতবিনিময় সভা একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সোমবার রাউজান কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোহাম্মদ তছলিম উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

আলোচনা সভা

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ধনবাড়ীতে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সোমবার ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহিলাবিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা।

ক্লায়েন্ট ওয়ার্কশপ

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরে মঙ্গলবার বেলা ১১টায় ব্র্যাক কার্যালয়ে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তার কর্মসূচির উদ্যোগে ৩০ জন ক্লায়েন্টদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বিপ্তীময়ী জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মো. বজলুর রশিদ, এরিয়া ম্যানেজার (দাবি) মো. বিলস্নাল হোসেন, এইচআরএল অফিসার মুকছেদ আলী।

স্কুল পরিদর্শন

সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুন্ডের বাড়বকুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুচ্ছোফা। মঙ্গলবার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন সোহেল, মো. হারুন আল রশিদ প্রমুখ।

ওয়ার্কশপ অনুষ্ঠিত

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিএফ-এর ২৫ জন সদস্যাদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা উদ্বোধন করেন পলস্নী দারিদ্র্য বিমোচন উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপ্তীময়ী জামানসহ সাংবাদিকরা।

মেডিকেল ক্যাম্প

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা ৩১ বিজিবির উদ্যোগে গতকাল মঙ্গলবার কলমাকান্দার খারনৈই ইউনিয়নের গোবিন্দপুর মাঠে স্থানীয় জনসাধারণের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে। মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

মতবিনিময় সভা

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও গুজব প্রতিরোধে ইমাম-মুয়াজ্জিন ও কাজীদের সঙ্গে মতবিনিময় করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল প্রমুখ।

জনতার সংলাপ

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

তাহিরপুরে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। স্যানক্রেড ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে তাহিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে মঙ্গলবার এ সংলাপ অনুষ্ঠিত হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম প্রমুখ।

বাস উদ্বোধন

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিআরটিসি এসি বাস উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কটিয়াদী বাসস্ট্যান্ডে বাস উদ্বোধন করেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডা. মুস্তাকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবদুল ওয়াহাব আইন উদ্দিন, পৌরমেয়র মো. শওকত ওসমান প্রমুখ।

ব্যাগ বিতরণ

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার মাদকবিরোধী ও বাল্য বিবাহ প্রতিরোধমূলকর্ যালি অনুষ্ঠিত হয়েছে।র্ যালি শেষে ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-৩ এর অর্থায়নে যাদুরানী উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম এবং ২নং আমগাঁও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার।

সেমিনার অনুষ্ঠিত

বেতাগী (বরগুনা) সংবাদদাতা

বরগুনার বেতাগীতে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযানের মূল্যায়ন এবং জাটকা সংরক্ষণে করণীয় শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান।

মেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা সোমবার সন্ধ্যায় শুরু হয়েছে। স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

দিবস পালিত

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর চারঘাটে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন।

মতবিনিময় সভা

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা

জামালপুর ইসলামপুর আস্থা প্রকল্পের উদ্যোগে ধর্মীয় নেতাদের সাথে নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আস্থা প্রকল্প টিমলিডার খালেদা খানম, আইন ও সালিশ কেন্দ্র আশিক আহম্মেদ, ইসলামপুর থানা তদন্ত কর্মকর্তা আনসার উদ্দিন উপস্থিত ছিলেন।

মোমবাতি প্রজ্বলন

ঝিনাইদহ প্রতিনিধি

নারী মুক্তি ও নারী শিক্ষার চিরায়ত দীপশিখা বিপস্নবী বেগম রোকেয়ার ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে এ কর্মসূচির আয়োজন করে বেগম রোকেয়া দীপশিখা পরিষদ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, প্রত্যাশা ২০২১ ফোরাম ও ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার নামের চারটি সংগঠন। মোমবাতি প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা।

আলোচনা সভা

নাটোর প্রতিনিধি

নাটোরে মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসক মো. শাহরিয়াজের নেতৃত্বে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

উদ্বুদ্ধকরণ কর্মশালা

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর গোদাগাড়ীতে মাদক সেবন প্রতিরোধে প্রচার কার্যক্রম পরিচালনায় শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।

উঠানবৈঠক

তিতাস (কুমিলস্না) সংবাদদাতা

কুমিলস্নার তিতাসের বাতাকান্দি সরকার বাড়িতে মঙ্গলবার বেলা ১১টায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস রিমার সভাপতিত্বে প্রকল্পের বিষয়বস্তু নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. রাশেদা আক্তার।

বিদায় সংবর্ধনা

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা

জামালপুর ইসলামপুরে দীর্ঘদিন থেকে কর্মরত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা হল অডিটরিয়ামে সোমবার বিকেলে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আ. খালেক আকন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<79320 and publish = 1 order by id desc limit 3' at line 1