কালিয়াকৈরে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা গাজীপুরের কালিয়াকৈরের ঠেঙ্গারবান্দ এলাকা থেকে মঙ্গলবার উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে মিলেছে। নিহতের নাম রনি শেখ (৩২)। রনি শেখ রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর গ্রামের আবদুর রাজ্জাক শেখের ছেলে। তিনি সাভার ব্যাংক কলোনি এলাকায় ভাড়া বাসায় থেকে মাছের ব্যবসা করে আসছিলেন। জানা যায়, অন্যান্য দিনের ন্যায় সোমবার রাতেও তিনি পিকআপ ড্রাইভার জহিরুল ইসলামসহ সঙ্গীদের নিয়ে মাছ কিনতে উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় আসেন। এ সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার সঙ্গে থাকা টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে পথচারীরা উপজেলার মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের পদ্মা অক্সিজেন ফ্যাক্টরির সামনে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। তবে তার পরিচয় না পাওয়ায় লাশের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয় পুলিশ। নিহতের চাচাত ভাই ফেসবুকে ছবি দেখে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ ও ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। ঘটনার পর থেকে পিকআপচালক জহিরুল ইসলাম ও তার অন্য সহযোগীরা আত্মগোপন করেছে। এ ব্যাপারে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, নিহতের চাচাত ভাই ফেসবুকে ছবি দেখে মৌচাক পুলিশ ফাঁড়িতে এসে লাশের পরিচয় শনাক্ত করেন। এরপর নিহতের পরিচয় সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়। \হএ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।