ভিজিএফের ৯৫ বস্তা চাল উদ্ধার

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ০০:০০

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের কালাইয়ে অভিযান চালিয়ে ভিজিএফের ৯৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা নিবার্হী কমর্কতার্ মো. আফাজ উদ্দিন। সোমবার রাত ৯টার দিকে উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বালাইট মোড় এলাকার কাসেমের বাড়ি থেকে এ চাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এ চালগুলো ক্ষেতলাল পৌরসভার বলে দাবি করেছেন খলিলুর রহমান ও আরমান আলী নামে দুজন কাউন্সিলর। কিন্তু ওই মেয়র সিরাজুল ইসলাম বুলু তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এটা একটা রাজনৈতিক চক্রান্ত। এ ঘটনায় মঙ্গলবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমর্কতার্ মো. জিয়া উদ্দিন বাদী হয়ে বাড়ির মালিক কাসেমের বিরুদ্ধে একটি মামলা করেছেন বলে জানা গেছে। ভারপ্রাপ্ত খাদ্য কমর্কতার্ (ওসিএলএসডি) জানান, উদ্ধারকৃত ৯৫ বস্তা চালের আনুমানিক ওজন চার মেট্রিক টন এবং মূল্য এক লাখ ৬৫ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নিবার্হী কমর্কতার্ মো. আফাজ উদ্দিন জানান, উদ্ধার হওয়া চালগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমর্কতার্ বাদী হয়ে একটি মামলা করেছেন।