বিদ্যুৎস্পৃৃষ্টে শিশুসহ দুজনের মৃত্যু

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
চট্টগ্রামের সীতাকুÐে ও গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। সংবাদদাতাদের পাঠানো খবর : সীতাকুÐ (চট্টগ্রাম) : সীতাকুÐে দোকানের টিন কেটে চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ জুয়েল (২৫) নামের এক চোরের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুবাজারস্থ লাভলী স্টোর হাডর্ওয়ার দোকানে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল একই এলাকার বোগার বাড়ির মৃত ইউসুফ ড্রাইভারের ছেলে। লাভলী স্টোরের মালিক তানভিন জানান, সোমবার রাত ১০টার পর মালামাল গুছিয়ে দোকান বন্ধ করে আমরা বাড়িতে চলে যাই। কিন্তু মঙ্গলবার সকালে দোকানের তালা খুলে ভেতরে প্রবেশের পর দোকানের সানসেটের উপর একটি লাশ পড়ে থাকতে দেখি। বিষয়টি তাৎক্ষণিক ইউপি সদস্য ও স্থানীয় এলাকাবাসীকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করেন। পরে স্থানীয় ইউপি সদস্য বিষয়টি সীতাকুÐ থানাকে অবহিত করলে উপ-পরিদশর্ক টিবলু মজুমদার লাশটি উদ্ধার করে চমেক হাসপাতাল মগের্ প্রেরণ করেন। গাজীপুর : গাজীপুরের শ্রীপুরের বাউনি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আলী হোসেন (৩) নামের এক শিশু নিহত হয়েছে, এ সময় আহত হয়েছে তার মা জোসনা বেগম। আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গোসিঙ্গা ইউনিয়নের বাউনি (জুম্মাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু আলী হোসেন বাউনি গ্রামের নুর মোহাম্মদের ছেলে। গোসিঙ্গা ইউনিয়নের ৩নং ওয়াডর্ সদস্য তাজউদ্দিন আহমেদ জানান, তাদের বাড়ির বিদ্যুতের সংযোগ তারের মাধ্যমে টিনের ঘর বিদ্যুতায়িত হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে ঘরে থাকা এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়, এ সময় শিশুটির মা শিশুকে সঙ্গে নিয়ে মাঠে গরু চরাচ্ছিলেন। আহত নারীর চিৎকার শুনে শিশুটির মা শিশুকে সঙ্গে নিয়ে বঁাচাতে এলে তারা উভয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় স্বজনরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আহত শিশুটি মারা যায়। তবে তার মাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।