গাজীপুরে শিক্ষাথীর্রা বিকাশে পাচ্ছেন উপবৃত্তির টাকা

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
সারাদেশের মতো গাজীপুরেও শিক্ষাথীের্দর মধ্যে বিকাশের মাধ্যমে উপবৃত্তির টাকা বিতরণের কাযর্ক্রম শুরু হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক শিক্ষা উপবৃত্তি প্রদান প্রকল্পের কমর্কতার্ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর সদর উপজেলার কয়েকটি মাধ্যমিক স্কুলে ওই কাযর্ক্রম পরিদশর্ন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কমর্কতার্ এম আবু ওবায়দা আলী, বিকাশ কমর্কতার্ ফররুখ আহমেদ, মো. আনিসুর রহমান প্রমুখ। প্রকল্পের কমর্কতার্ মো. জসিম উদ্দিন জানান, মাধ্যমিক স্তরে সারাদেশে ১৮৬টি উপজেলায় ১৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৬ লাখ শিক্ষাথীর্র মাঝে বিকাশের মাধ্যমে উপবৃত্তি প্রদান কাযর্ক্রম শুরু হয়েছে। এ সুবিধা পেতে শিক্ষাথীর্র অভিভাবকদের বিকাশ একাউন্ট খুলতে হবে। এ সুবিধা থেকে কেউ যাতে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতেই তারা ওই পরিদশর্ন কাজ শুরু করেছেন।