১০ বছরেও অগ্রগতি নেই তথ্য অধিকার আইনের তথ্য মেলায় বক্তারা

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নাটোর প্রতিনিধি ২০০৯ সালে হওয়া তথ্য অধিকার আইনের ১০ বছরেও তেমন অগ্রগতি হয়নি। নাটোর জেলা প্রশাসনের সহযোগিতায় টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠিত তথ্য মেলার আলোচনা সভায় বক্তারা এমন মন্তব্য করেন। বক্তারা বলেন, শুধু আইন থাকলে চলবে না। সে আইন সম্পর্কে সবাইকে জানতে হবে এবং কর্মক্ষেত্রে তার প্রয়োগ করতে হবে। শুধু সচেতনতার অভাবে এ আইনটি কাঙ্ক্ষিত মাত্রা পেতে পারেনি। আর এ সচেতনতা সৃষ্টির উদ্দেশেই প্রতি বছরের মতো এবারও তথ্য মেলার আয়োজন করা হয়েছে। নাটোরে ৯ ও ১০ ডিসেম্বর দু'দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়। সনাক জেলা সভাপতি রনেন রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক মোরশেদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবিধ কুমার মৈত্র অলোক, টিআইবির রাজশাহী ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী প্রমুখ। মেলায় প্রথম দিনে গণশুনানিতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. শরিফুন্নেছা, সহকারী কমিশরার ভূমি, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, প্রাণ এগ্রো লিমিটেডের জেনারেল ম্যানেজার ও যমুনা ডিস্ট্র্রিলারিজের প্রতিনিধি। দ্বিতীয় দিনে অংশ নেন নাটোর পৌরমেয়র উমা চৌধুরী জলি, বিআরটিএ'র সহকারী পরিচালক, পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক, সাব-রেজিস্ট্রার, বিদু্যৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নেসকোর নির্বাহী প্রকৌশলী।