পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আত্মপ্রকাশ

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, রাঙামাটি পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত ও বঞ্চিত পাহাড়ি বাঙালি সবার স্বার্থ রক্ষায় এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐকবদ্ধ থাকার মানসে 'পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ' নামে গঠিত হয়েছে নতুন একটি আঞ্চলিক সংগঠন। ইতঃপূর্বে আন্দোলনরত পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য অধিকার ফোরামসহ কয়েকটি সংগঠন বিলুপ্ত ঘোষণা করে এসব সংগঠন একীভূত হয়ে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটল সংগঠনটির। বৃহস্পতিবার বেলা ১১টায় রাঙামাটি পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়েছে। এ সময় বলা হয়, মূল সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ছাড়াও 'পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ' ও 'পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ' নামে আরও দুই অঙ্গ সংগঠন থাকবে। বিলুপ্ত ঘোষণা করা পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের মহাসচিব মনিরুজ্জামান মনির, খাগড়াছড়ি মেয়র রফিকুল আলম, বাঘাইছড়ির সাবেক মেয়র আলমগীর কবির, পার্বত্য গণ পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ তালুকদারসহ তিন পার্বত্য জেলা হতে মোট ৪২ সদস্য নিয়ে গঠিত হয়েছে স্টিয়ারিং কমিটি। এ কমিটি দিয়ে দুই মাসের মধ্যে গঠন করা হবে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ও তিন পার্বত্য জেলাসহ প্রত্যেক উপজেলা কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট পারভেজ তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন আলমগীর কবির, আবু বক্কর ছিদ্দিক, আবুল কাইয়ুম, জামাল উদ্দিন, হাবিবুর রহমান হাবীব, রুপ কুমার চাকমা প্রমুখ।