মুক্তিযোদ্ধাদের বাড়ি গিয়ে সম্মাননা জানালেন ডিসি

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বরিশাল অফিস স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে সম্মাননা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত প্রতি বছরের মতো জেলা প্রশাসন কর্তৃক মুক্তিযোদ্ধাদের বাড়ি গিয়ে পরিদর্শন করার পাশাপাশি ফুলেল শুভেচ্ছা, মিষ্টি, পোশাক ও কম্বল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সদরের সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, আসমা জাহান সরকার, মনিরা খাতুন, সুব্রত বিশ্বাস দাস ও হেলাল উদ্দিন খান প্রমুখ। বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক বছর ধরে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে দশজন করে ২০ মুক্তিযোদ্ধার বাড়ি গিয়ে সম্মাননা জানানো হয়। এরই ধারাবাহিকতায় এবারও ১০ মুক্তিযোদ্ধার বাড়ি গিয়ে এ সম্মাননা জানানো হয়েছে। এবার সম্মাননা পাওয়া মুক্তিযোদ্ধাদের মাঝে ৬ জন বরিশাল মহানগরের ও ৪ জন সদর উপজেলার বাসিন্দা। এরা হলেন- মুক্তিযোদ্ধা তোফাজ্জল হক চৌধুরী খোকা, সৈয়দ আবুল বাশার, রফিকুল ইসলাম নান্নু, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু, রেজায়ে রহিম ফেরদৌস, শহীদ মুক্তিযোদ্ধা আবদুস সালাম ফকির, ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত এমএ মালেক, হাফিজুর রহমান (বিজিবি), ফরিদ উদ্দীন ফকির ও মৃত হারুন অর রশীদ। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু বলেন, স্বাধীনতার ৪৮ বছর পর এবার প্রথম রাষ্ট্রের পক্ষ থেকে একজন কর্মকর্তা আমাদের দুয়ারে এসেছেন এটাই পরম পাওয়া।