কালীগঞ্জে মাদ্রাসাছাত্র হত্যায় দুই কিশোর আটক

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ কালীগঞ্জে মাদ্রাসাছাত্র আল আমিনকে গলা কেটে হত্যার ঘটনায় পুলিশ হাসান তারিক সাব্বির (১৬) ও আরাফাত হোসেন হৃদয় (১৭) নামে দুই কিশোরকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের আড়পাড়া থেকে তাদের আটক করা হয়। চলতি মাসের ৪ ডিসেম্বর তার গলা কাটা লাশ বাড়ির পাশের একটি কচুক্ষেতে পাওয়া যায়। এক দিন পর ৫ ডিসেম্বর ওই ছাত্রের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে ৩০ নভেম্বর রাতে ওয়াজ শুনতে গিয়ে অপহরণ হয় আল আমিন। শহরের আড়পাড়া গ্রামের সাওতুল হেরা ক্যাডেট হিফজুল কোরআন মাদ্রাসাছাত্র আলামিন একই এলাকার ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনার পর থেকে দুই দফায় পুলিশ ওর্ যাব আটক দুই কিশোরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। সবশেষ বৃহস্পতিবার বিকালে তাদের আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, আল আমিন হত্যাকান্ডে জড়িত সন্দেহে দুই কিশোরকে আটক করা হয়েছে। আটক হাসান তারিক সাব্বির আড়পাড়া গ্রামের ডাবলুর ছেলে ও আরাফাত হোসেন হৃদয় একই গ্রামের ব্যবসায়ী মিল্টনের ছেলে। আটক দু'জনই নিহত আল-আমিনের প্রতিবেশী। তিনি জানান, আটকদের জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের বেশ কিছু তথ্য মিলেছে, যা মামলার তদন্তের স্বার্থে প্রকাশ করতে পারছেন না। পুলিশ পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন চেয়ে ওই দিনই বিকালে তাদের আদালতে সোপর্দ করেছে।