আ’লীগ নেতাসহ তিন জেলায় তিন লাশ

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

স্বদেশ ডেস্ক
তিন জেলায় তিন লাশ উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের মহেশখালীতে আওয়ামী লীগ নেতার, কিশোরগঞ্জের বাজিতপুরে যুবকের, ব্রাহ্মণবাড়িয়ায় স্বণির্শল্পীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধি এবং সংবাদদাতাদের পাঠানো খবর : কক্সবাজার : কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জিয়াবুল হককে (৪০) জায়গাজমি সংক্রান্ত শত্রæতার জের ধরে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী। বুধবার বিকেলে সাড়ে ৫টায় মাতারবাড়ি বাংলাবাজারে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত জিয়াবুল হক উপজেলার মাতারবাড়ির মগডেইল গ্রামের ফরিদুল আলমের ছেলে এবং মাতারবাড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি। নিহত জিয়াবুলের ছোট ভাই ও ইউপি সদস্য সরওয়ার কামাল জানান, দীঘির্দন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী জিয়াবুল হকের বিভিন্ন ব্যবসা-বাণিজ্য থেকে চঁাদা দাবি করে আসছিল। এ ব্যাপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে কয়েকটি মামলাও হয়েছে। বিষয়টি মহেশখালী থানা ও মাতারবাড়ির পুলিশ ফঁাড়িকে কয়েক দফা জানানো হয়। এর ধারাবাহিকতায় বুধবার জিয়াবুল হক ব্যবসায়িক প্রয়োজনে মাতারবাড়ি বাংলাবাজারে গেলে প্রতিপক্ষ শামসুল আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাত ও দুই পা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃতু্যু হয়। বাজিতপুর (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের বাজিতপুর থানার পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর ইউনিয়নের আ. হান্নানের পুকুর থেকে অজ্ঞাতনামা (৩০) যুবকের লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মগের্ পাঠানো হয়েছে। একই সঙ্গে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সমীর বণিক (৪৫) নামে এক স্বণির্শল্পীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুহিলপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সমীর বণিক হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি শায়েস্তাগঞ্জে একটি স্বণের্র দোকানের কারিগর (শিল্পী) ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদশর্ক (অপারেশন) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ মহাসড়কের পাশে ফেলে দেয়া হয়েছে। তিনি বলেন, নিহতের গলার নিচে আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মগের্ পাঠানো হয়েছে।