উন্নয়নের কারণে দেশে দারিদ্র্যের হার কমে এসেছে:চুমকি

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বতর্মান সরকারের উন্নয়নের কারণে দেশে দারিদ্র্যের হার কমে এসেছে। কয়েক দিন পর আর দেশে দরিদ্রই খুঁজে পাওয়া যাবে না। তিনি বৃহস্পতিবার সকালে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন কতৃর্ক আয়োজিত মানবিক সহায়তা কমর্সূচির আওতায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে তুমলিয়া ইউনিয়ন পরিষদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে নারী-পুরুষ নিবিের্শষে আপামর জনসাধারণকে মিলেমিশে কাজ করতে হবে। কালীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কমর্কতার্ মো. আক্তারুজ্জামানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, থানা অফিসার ইনচাজর্ মো. আবুবকর মিয়া, তুমলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুবকর মিয়া বাক্কু প্রমুখ।