ফের সক্রিয় হওয়ার চেষ্টায় খুলনার ইয়াবা ব্যবসায়ীরা

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

আতিয়ার রহমান, খুলনা
কোরবানির ঈদকে সামনে রেখে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে খুলনার ইয়াবা ব্যবসায়ীরা। মাদকের চালান আনতে মরিয়া হয়ে উঠেছেন তারা। তবে আইন প্রয়োগকারী সংস্থা তৎপর থাকায় ইয়াবার চালান খালাস করা সম্ভব হচ্ছে না বলে মনে করছেন সচেতন মহল। এদিকে সারাদেশে মাদক বিরোধী অভিযানে খুলনা মহানগরীসহ জেলার চিত্র কিছুটা হতাশাজনক। র‌্যাব পুলিশের মাদকবিরোধী অভিযানে খুচরা ক্রেতা-বিক্রেতারা ধরা পড়লেও রাঘব বোয়ালরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। দেশের অন্য জেলার তুলনায় খুলনায় মাদকবিরোধী অভিযান অনেকটাই শিথিল। সারাদেশে প্রচুর রাগব-বোয়ালরা ধরা পড়লেও খুলনায় চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা অদৃশ্য কারণে ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন। আর যাদের ধরা হচ্ছে তারা অধিকাংশ মাদকের খুচরা ক্রেতা-বিক্রেতা এবং মাদকসেবী। এছাড়া খুলনার চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা গা-ঢাকা দিয়ে ব্যবসার ধরন পরিবর্তন করে মাদক তুলে দিচ্ছে আসক্তদের হাতে। অভিযান শুরর পর গ্রেপ্তার এড়াতে শহর ছেড়ে একটু নিজেদের আঁড়ালে রেখেছেন তারা। মোবাইল ফোনের মাধ্যমে আসক্তদের গ্রামে ডেকে নিয়ে মাদক কেনা বেচা করছে মাদক ব্যবসায়ীরা। আর তালিকায় নাম নেই এ ধরনের নারী-পুরুষদের হাতে চলে গেছে মরণ নেশা ইয়াবা বাণিজ্য। স¤প্রতি প্রধানমন্ত্রীর কাযার্লয় থেকে পাঠানো মাদক ব্যবসায়ী ও পৃষ্ঠপোষকদের তালিকায় মহানগরীসহ খুলনা জেলায় ২৭২ জন মাদক ব্যবসায়ীর নাম উঠে এসেছে। এসব ব্যবসায়ীর আশ্রয়দাতা হিসেবে ৫০ জনের নাম তালিকায় রয়েছে। আর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চোরাকারবারিদের সহযোগিতা করে এমন ৩৪ জনের নাম তালিকাভুক্ত করা হয়েছে। তবে স¤প্রতি সময়ে মাদকের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার অভিযোগে উঠে আসা তালিকা নিয়ে বিতকর্ দেখা দেয়ায় খুলনার মাদক বিরোধী অভিযানে আশানুরূপ সাফল্য মেলেনি। মাদক ব্যবসায়ীদের বিরদ্ধে অভিযান সম্পকের্ র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কামন্ডার মো. এনায়েত হোসেন মান্নান বলেন, নিয়মিত অভিযানের পাশাপাশি মাদকের ব্যাপারে র‌্যাবের অভিযান আরও জোরদার করা হচ্ছে। মাদক বিক্রেতারা নানাপন্থা অবলম্বন করছে। আমাদের গোয়েন্দারাও সেইভাবে তাদের নজরদারি করছেন। তিনি বলেন, মাদক বিক্রেতারা যতই নতুন নতুন পন্থা অবলম্বন করক ধরা পড়তেই হবে। খুলনা জেলার পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বলেন, মাদকের বিষয়ে কোন আপস নেই। মাদকের সাথে জড়িত যে হোক তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে। মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান চলছে বলেও জানান তিনি। এদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কাযার্লয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, সম্প্রতি যারা মাদকসহ গ্রেফতার হচ্ছে তারা তালিকাভুক্ত না হলেও বড় ধরনের ব্যবসায়ী ও ডিলার। প্রকৃত মাদক ব্যবসায়ীরা নিজেদের সিস্টেম পাল্টে অভিনব কায়দায় মাদক বিক্রি শুরু করেছে।