ইভটিজিংয়ের প্রতিবাদ মানিকগঞ্জে ছাত্র শিক্ষকের ওপর হামলা

প্রকাশ | ১৭ আগস্ট ২০১৮, ০০:০০

দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের দৌলতপুরে শোক র‌্যালি থেকে ফেরার পথে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় চকমিরপুর উচ্চবিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের মারধর করেছে ছাত্রলীগের নেতাকমীর্রা। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। মামলার বাদী চকমিরপুর উচ্চবিদ্যালয়ের হিসাববিজ্ঞানের শিক্ষক লুৎফর রহমান তুহিন জানান, বুধবার সকালে শিক্ষাথীের্দর নিয়ে দৌলতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালিতে যাওয়া হয়। সেখান থেকে ফেরার পথে হাসপাতালের সামনে বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করে কিছু বখাটে। তাৎক্ষণিক বিদ্যালয়ের ছাত্ররা এর প্রতিবাদ করায় তাদের ওপর হামলা করে বখাটেরা। অপরদিকে আহত শিক্ষক ও ছাত্ররা জানান, হামলাকারীরা সবাই ছাত্রলীগের সঙ্গে জড়িত। আসামি ওবায়দুল মোল্লা দৌলতপুর মতিলাল ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতি। বাকি আসামিরা ছাত্রলীগের নেতাকমীর্। এদিকে দৌলতপুর মতিলাল ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতি ওবায়দুল মোল্লার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ছাত্র-শিক্ষকের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের কোনো নেতাকমীর্ জড়িত নয়। তিনি আরও জানান, চকমিরপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করলে প্রমোদা সুন্দরী উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রকে চড়থাপ্পড় মারায় ছাত্রলীগ পরিচয়দানকারী আল আমিন তার লোকজন নিয়ে ছাত্র-শিক্ষকদের ওপর হামলা করে। ঘটনার সময় তিনি উপজেলা প্রশাসনের শোকসভায় উপস্থিত ছিলেন।