মোংলায় ৩০ কোটি টাকার শাড়ি উদ্ধার, আটক ১৮

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২০, ০০:০০

ইসরাত জাহান, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় কোস্টগার্ডের চোরাচালানবিরোধী অভিযানে আটককৃতরা -যাযাদি
সরকারের শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা প্রায় ৩০ কোটি টাকা মূল্যের অবৈধ শাড়ি কাপড় উদ্ধারসহ ১৮ জন আটক করেছে বাগেরহাটের মোংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোন সদস্যরা। গভীর সমুদ্র থেকে ট্রলারসহ আটককৃতদের মোংলা থানায় সোপর্দ করা হয়েছে। সব আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কোস্টগার্ড অপারেশন কর্মকর্তা লে. ইমতিয়াজ আলম সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজিএস সোনার বাংলা জাহাজ সমুদ্রে টহলরত অবস্থায় মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া-সংলগ্ন গভীর সমুদ্র এলাকা থেকে ট্রলারসহ ১৮ জন পাচারকারীকে আটক করা হয়। পরে ট্রলারে তলস্নাশি করে ২২ হাজার ৬৮৩ পিস উন্নতমানের শাড়ি, ১২৪ পিস লেহেঙ্গা, এক হাজার ২৭১ পিস থ্রি-পিস, ছয় হাজার ৪৫ পিস ভারতীয় শাল এবং ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ কোটি ৯৯ লাখ দুই হাজার ৭০০ টাকা। আটককৃতদের বাড়ি পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়। তিনি আরও জানান, একটি চক্র নিজ স্বার্থ হাসিলের জন্য সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি শাড়ি কাপড় চোরাচালান ও চোরাইপথে আমদানি করছে, যা একবারেই কাম্য নয়, নদী ও সমুদ্রপথে চোরাচালান বন্ধে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।