মডেল বিদ্যালয়ে অস্বাস্থ্যকর পরিবেশ :শিশুদের দুর্ভোগ

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২০, ০০:০০

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
কাগজে-কলমে মডেল, বাহির থেকে দেখেও তাই মনে হয়। কিন্তু ভেতরে প্রবেশ করলেই চোখের সামনে ফুটে উঠে আসল চিত্র। উপজেলা সদরের পুষ্টকামুরী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে দুর্গন্ধযুক্ত টয়লেট এবং বেসিন ব্যবহারে স্বাস্থ্যগত ঝুঁকিতে রয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও পরিচালনা পরিষদের উদাসীনতায় অস্বাস্থ্যকর পরিবেশে শিক্ষার্থীরা এসব টয়লেট ও বেসিন ব্যবহারে বাধ্য হচ্ছে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত পুষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পর্যায়ক্রমে মডেল স্কুল হিসেবে প্রতিষ্ঠা পায়। বিদ্যালয়টিতে বর্তমানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৬১২ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। এছাড়া ভর্তি চলমান। মডেল স্কুলটিতে পড়ুয়া শিক্ষার্থীরা যেসব সুযোগ-সুবিধা পাওয়ার কথা তা তারা পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। নানা সমস্যার পাশাপাশি স্বাস্থ্যগত ঝুঁকিতেও রয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কয়েক বছর পূর্বে বিদ্যালয়টির নতুন ভবন নির্মিত হয়। সেই সাথে নির্মিত হয় স্বাস্থ্যসম্মত পযঃনিষ্কাশনের ব্যবস্থা। কিন্তু বর্তমানে এমন অবস্থা হয়েছে যে, বিদ্যালয়ে ঢুকতেই প্রধান ফটকের সামনে ময়লার স্তূপ থাকায় অসহনীয় দুর্গন্ধে নাক মুখ চেপে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরফুননেছা খানমের সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রতি বৃহস্পতিবার টয়লেট ও বেসিন পরিষ্কার করা হয়। পানি নিষ্কাশনের পাইপ উপরে মোটা ও নিচে চিকন থাকায় এ অবস্থা হচ্ছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।