শেরপুরে বালু উত্তোলন ও চাঁদা আদায় বন্ধে নির্দেশনা

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
শেরপুর প্রতিনিধি শেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অবৈধভাবে বালু উত্তোলন এবং পরিবহণে চাঁদা আদায় বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ নির্দেশনা দেয়া হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আতিউর রহমান অতিক। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. চন্দন কুমার পাল, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।