মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রূপসা ও ভৈরব পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

নতুনধারা
  ১৪ জানুয়ারি ২০২০, ০০:০০

খুলনা অফিস

দ্রম্নত সময়ের মধ্যে রূপসা নদী ও ভৈরব নদের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হবে। খুলনা বিআরটিএ, পাসপোর্ট অফিস ও শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দালাল ও রোগী ভোগান্তি সৃষ্টিকারীদের দৌরাত্ম্য নিরসনে চলমান কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন।

সোমবার সকালে সার্কিট হাউসে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সভাপতিত্ব করেন।

কিশোর অপরাধ দমনে কাঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক মোটিভেশন অধিকতর কার্যকর বলে অভিমত প্রকাশ করেন জেলা প্রশাসক। এ সময় ধান কাটার মৌসুমে গ্রামীণ এলাকায় পারিবারিক ও গোষ্ঠীভিত্তিক দ্বন্দ্বের ব্যাপারে সার্বক্ষণিক সচেতন থাকতে উপজেলা নির্বাহী অফিসারদের নিদের্শনা দেন জেলা ম্যাজিস্ট্রেট।

সভায় পুলিশ জানায়, খুলনা মেডিকেল কলেজের সামনে অবৈধ স্থাপনা অপসারণ ও যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন রয়েছে। সিভিল সার্জন ডা. মো. সুজাত আহমেদ জানান, জেলায় ৬৪ জন মহিলা চিকিৎসক ও ৬৩ জন পুরুষ চিকিৎসকের পদায়ন সম্পন্ন হয়েছে। বায়োমেট্রিক হাজিরার মাধ্যমে হাসপাতালসমূহে সঠিক সময় চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। সভায় জানানো হয়, খুলনায় গত ডিসেম্বরে দুটি হত্যা, ৯টি ধর্ষণ, ১৮টি নারী ও শিশু নির্যাতন, দুটি নারী ও শিশু পাচারসহ সর্বমোট ২৯৮টি মামলা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, পুলিশ সুপার এসএম শফিউলস্নাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী, কেএমপির উপ-কমিশনার মো. এহসান শাহ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীসহ কমিটির সদস্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84297 and publish = 1 order by id desc limit 3' at line 1