সুন্দরবন থেকে ৩ চোরা হরিণ শিকারি আটক

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
বাগেরহাট প্রতিনিধি কোস্টগার্ড ও বনবিভাগের যৌথ অভিযানে বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে তিনজন চোরা হরিণ শিকারিকে আটক করেছে। সোমবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করেছে। রোববার রাতে বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের পক্ষিদিয়া চর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় শিকারিদের ব্যবহৃত একটি ট্রলার, ৫০টি হরিণ ধরা ফাঁদ ও দুই হাজার মিটার সানদিয়া জাল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গাববাড়িয়া গ্রামের সাইদ মাতুব্বরের ছেলে মিরাজ (৩০) ও শাহজাহান খানের ছেলে মুছা (২৮) এবং শরণখোলা তাফালবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে আ. হাকিম (২০)। সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, রোববার রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পক্ষিদিয়া চর এলাকায় হরিণ শিকারিরা অবস্থান নিয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের চ্যালেঞ্জ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রলারটি তলস্নাশি করে ৫০টি ফাঁদ, দেশীয় ধারাল অস্ত্র, দুই হাজার মিটার সানদিয়া জাল উদ্ধার করা হয়। এ ঘটনায় বেআইনিভাবে বনে অনুপ্রবেশ ও বন্যপ্রাণী শিকার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের সোমবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।