কাপাসিয়ায় গরু চুরিতে আতঙ্কে কৃষক-খামারি

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা কাপাসিয়ার বিভিন্ন গ্রামের কৃষক ও গরু খামারিরা গরুচোরের আতঙ্কে স্বস্থিতে নেই। পাহারা দিয়েও চোরের হাত থেকে তারা রক্ষা করতে পারছেন না লাখ লাখ টাকার গরু। একটু সুযোগ পেলেই রাতের আঁধারে কাভার্ড ভ্যানে গরু উঠিয়ে নিয়ে দ্রম্নত পালিয়ে যাচ্ছে সংঘবদ্ধ চোররা। এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেও কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না বলে অভিযোগ করেন কৃষক ও খামারিরা। গাজীপুরের কাপাসিয়ায় এক রাতে পৃথক দুই বাড়ি থেকে তিনটি গাভী ও দুটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেওয়ান (কেয়ড়া পাড়া) পাড়া গ্রামের আবদুর রহমানের তিনটি গাভী ও হযরত আলীর দুটি মহিষ চুরি হয়েছে বলে জানা যায়। গত এক মাসে উপজেলার বিভিন্ন বাড়ি থেকে অন্তত ৫০-৬০টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। কয়েক সপ্তাহের ব্যবধানে পাবুর গ্রামের হাজারি বাড়ির মিলন মিয়ার তিনটি গরু চুরি হয়েছে। এ ছাড়াও উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায়ই গরু চুরির অভিযোগ পাওয়া যায়। কৃষকরা তাদের হালের গরু ও খামারের গাভী এবং মোটাতাজাকরণের ষাড় ও বলদ গরু হারিয়ে সহায়-সম্বলহীন হয়ে পড়েছেন বলে জানা যায়। এ বিষয়ে গরু খামারি আবদুর রহমান বলেন, 'আমার প্রায় পাঁচ লাখ টাকার তিনটি গাভী ও প্রতিবেশী হযরত আলীর দুই লাখ টাকা মূল্যের দুটি মহিষ চুরি হওয়ায় আমরা দিশাহারা হয়ে পড়েছি। সঞ্চয়ের যা কিছু ছিল, এর সবটুকুই গরুর পেছনে বিনিয়োগ করায় চলার জন্য সহায়-সম্বল বলতে আর কিছুই থাকল না। ' ওসি মো. রফিকুল ইসলাম জানান, গরুর চুরির বিষয়টি নজরদারিতে থাকবে বলে তিনি জানান।