শিবপুরে বিনামূল্যে পশু চিকিৎসা সেবা

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২০, ০০:০০

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা
নরসিংদীর শিবপুরে বিনামূল্য গবাদিপশুর চিকিৎসা দেন সেনাসদস্যরা -যাযাদি
নরসিংদীর শিবপুরে সাভার ক্যান্টনমেন্টের পক্ষ থেকে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকা, কৃমিনাশক, অসুস্থ গবাদিপশু ও হাঁস-মুরগির চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলার দত্তেরগাঁও মধ্যপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা দেওয়া হয়। এছাড়াও গোরু মোটাতাজাকরণবিষয়ক পরামর্শ, ঘাসচাষ, গবাদিপশু পালন, খামার ব্যবস্থাপনাসহ গবাদিপশুর সাধারণ রোগের লক্ষণ এবং প্রতিকার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়েছে। আরভিএন্ড এফ ডিপোর ব্যবস্থাপনায় সকালে কার্যক্রম উদ্বোধন করেন কর্নেল আজিজুল করিম হুসাইনী। ক্যাম্পে চিকিৎসা সহায়তা প্রদান করেন ডিপোর অফিসার এবং স্থানীয় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।