টাঙ্গাইলে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোমবার দুপুরে উপজেলার ধলাপাড়া নামক এলাকার বিশাল ও স্বর্ণা নামের ইট ভাটায় এ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ইটভাটাগুলো পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য নিয়ম না মেনে ইট প্রস্তুত করে আসছে। ইতোপূর্বেও তাদের ভাটা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তারা নির্দেশনা না মেনে আবারও ইট প্রস্তুত করছে। তারা নানা কৌশলে হাইকোর্টের মাধ্যমে ভাটা পরিচালনা করত। বর্তমানে তাদের কোনো প্রকার বৈধ কাগজ নেই। এ অভিযোগে স্বর্ণা ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের ৪ ও ৫ ধারায় ১ মাস বিনাশ্রম কারাদন্ড ও ২০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অন্যদিকে বিশাল ইট ভাটায় মালিককে না পাওয়ায় ভাটাটি গুঁড়িয়ে দেয়া হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোজাহেদুল ইসলাম বলেন, টাঙ্গাইলে মোট ২৭৪টি ইটভাটার মধ্যে ১১৮টি বৈধ ও ১৩৭টি আদালতের রিট নিয়ে পরিচালিত হচ্ছে। বাকি ১৯টির কোনো বৈধ কাগজপত্র নেই। ইতোপূর্বে বিভিন্ন উপজেলায় ৫টি অবৈধ ভাটায় অভিযান পরিচালনা করা হয়। সোমবার দুটি অবৈধ ভাটা ভেঙে ফেলা হয়েছে। আগামীতে এই অভিযান অব্যাহত থাকব।