সোনাগাজীতে ১০টি ড্রেজার ও পাম্প জব্দ

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সোনাগাজী (ফেনী) সংবাদদাতা ফেনীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। সরকারি ইজারার বাইরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সোমবার দুপুরে জেলা প্রশাসনের অভিযানে ১০টি ড্রেজার ও পাম্প জব্দ এবং একজনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, সোমবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাজিব দাস পুরকায়স্থ ও সজল কুমার দাস সোনাগাজীর মুহুরী বাঁধে অভিযান চালিয়ে ৬টি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেন। বিকালে সাহেবের ঘাট ব্রিজ এলাকায় নৌকায় পাম্প বসিয়ে বালু উত্তোলনের সময় ৪টি পাম্প জব্দ করেন ইউএনও অজিত দেব। এ সময় জাহাঙ্গীর নামে একজনকে আটক করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।