শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মহাসমাবেশ

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
শেরপুর প্রতিনিধি মুজিববর্ষ উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের রাংটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মহাসমাবেশ মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী প্রটোকল অফিসার-১ এসএম খোরশেদুল আলম। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুলস্নাহ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব মারুফুর রশিদ খান, জেলা মৎস্য কর্মকর্তা ইফতেখাইরুল আলম প্রমুখ। ভিন্নধর্মী এ সমাবেশ উপলক্ষে কোচ-হাজং-গারো ডালু, বানাই রাজবংশী, বর্মণ ও রবিদাস সম্প্রদায়ের সহস্রাধিক মানুষ সমাবেশস্থলে উপস্থিত হন। \হএ সময় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের নিজ ভাষায় নেচে-গেয়ে বরণ করে নেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি কর্মীরা।