রাঙ্গাবালীতে নৌ অ্যাম্বুলেন্স চালু

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা তিন দিকে নদী ও এক দিকে সাগরবেষ্টিত নৌপথনির্ভর যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্বাস্থ্যসেবার জন্য নেই কোনো সরকারি কিংবা বেসরকারি হাসপাতাল। তাই নৌপথ পাড়ি দিয়ে অন্যত্র গিয়ে স্বাস্থ্যসেবা নিতে হয়। বিচ্ছিন্নতার কারণে রয়েছে নানা বিপত্তি। তবে সেই বিপত্তি কাটিয়ে আলোর দিশারি হয়ে এ জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নৌ-অ্যাম্বুলেন্স সেবা শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে এ নৌ-অ্যাম্বুলেন্সের কার্যক্রম শুরু হয়। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা অভিযাত্রিক ফাউন্ডেশনের পরিচালনায় ২৯ লক্ষ টাকা ব্যয়ের একটি প্রকল্পে এমবি 'পায়রা বোট অ্যাম্বুলেন্স' চালু করে। অ্যাম্বুলেন্সটি ১০জন মানুষের ধারণক্ষমতা সম্পন্ন। ২৬ ফুট দৈর্ঘ্য এবং ১১৫ হর্স পাওয়ারসম্বলিত দ্রম্নতগামী নৌযান। এটি ২৪ ঘণ্টা উপজেলার পাঁচটি ইউনিয়নের রোগী নিয়ে ২০-৩০ মিনিটের মধ্যে পার্শ্ববর্তী উপজেলা কিংবা জেলা সদরের হাসপাতালে পৌঁছাতে সক্ষম হবে। এতে থাকছে অক্সিজেন ও জরুরি ওষুধের ব্যবস্থা, সার্বক্ষণিক স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্যসেবার অন্যান্য সুযোগ-সুবিধা। অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আহমেদ ইমতিয়াজ জামি বলেন, হাসপাতালবিহীন এ জনপদের মানুষকে দ্রম্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে এটি একটি বড় সহায়ক। আইডিএলসির এমডি ও সিইও আরিফ খান বলেন, নদী ও সাগরঘেরা উপজেলার মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে বোট অ্যাম্বুলেন্সটি চালু করেছেন। এ ব্যাপারে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, জরুরি স্বাস্থ্যসেবার জন্য নৌ-অ্যাম্বুলেন্স চালু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।