এসিডি জরিপের ফল

রংপুরে তামাকপণ্যের দোকানে অবৈধ বিজ্ঞাপন প্রণোদনা

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
রংপুর প্রতিনিধি রংপুর মহানগরীতে শতকরা ৯০ ভাগ তামাকপণ্যের দোকানে তামাকের বহুজাতিক কোম্পানিগুলোর আইনবহির্ভূত অবৈধ বিজ্ঞাপন, পুরস্কার-প্রণোদনা ও পণ্য প্রদর্শিত হচ্ছে। মহানগরীর ৩৩টি ওয়ার্ডে সম্প্রতি পরিচালিত তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচার, প্রণোদনা ও পৃষ্ঠপোষকতা শীর্ষক এক জরিপের প্রতিবেদনে তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের ভয়াবহ এ চিত্র উঠে আসে। দাতাসংস্থা ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিড্‌স-সিটিএফকের সহযোগিতায় উন্নয়ন ও মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট-এসিডি জরিপটি পরিচালনা করে। গত বছরের জানুয়ারিতে সরেজমিন পর্যবেক্ষণ করে ৪৮৪৫টি তামাকপণ্যের বিক্রয় কেন্দ্রের একটি তালিকা করা হয়। দ্বৈবচয়নের ভিত্তিতে ৩৯২টি দোকানের ওপর একটি বেসলাইন জরিপ পরিচালিত হয়। মঙ্গলবার সকালে নগরীর লার্নিং অ্যান্ড রিসার্চ সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জরিপের এ ফলাফল তুলে করা হয়। রংপুর অঞ্চলের তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশনের ফোকাল পার্সন সুশান্ত ভৌমিকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার জমির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন 'সিটিএফকে'র গ্র্যান্টস ম্যানেজার আব্দুস সালাম মিয়া, এসিডির অ্যাডভোকেসি অফিসার তুহিন ইসলাম, প্রোগ্রাম অফিসার তৌফিকুল ইসলাম ও ডিরেক্টর শারমিন সুবরীনা প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিক্রয়ের উদ্দেশে স্তরে স্তরে সাজানো তামাকপণ্য রয়েছে ৮০.৯০ শতাংশ দোকানে, তামাকপণ্যের ট্রে, টেবিল বা অন্যান্য উন্মুক্ত স্থানে প্রদর্শন পাওয়ার ওয়াল পাওয়া গেছে ৪.৮০ শতাংশ দোকানে এবং ৮.৭০ শতাংশ দোকানে তামাকপণ্যের ঝুলন্ত প্রদর্শন দেখা গেছে বলে জরিপের প্রতিবেদনে উলেস্নখ করা হয়েছে।