মাদারীপুরে জোড়া খুন আসামিদের ফাঁসির দাবিতে স্মারকলিপি

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, মাদারীপুর মাদারীপুরের উত্তর হোসেনপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রম্নপের রক্তক্ষয়ী সংঘর্ষে দু'জন নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। হত্যাকারীদের বিচারের দাবিতে বুধবার বেলা ১১টায় মাদারীপুর-শরীয়তপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ জানায় নিহতের পরিবার ও এলাকাবাসী। পরে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার মুনশির সঙ্গে একই এলাকার জামাল খালাসির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার ভোরে প্রতিপক্ষ বাবুল খালাশী, জামাল খালাশী, জুলফিকার খালাশী ও তাদের লোকজনের ওপর হামলা চালায়। \হএতে ২০ জন আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষের ঘটনায় মারাত্মক আহত বাবুল মুন্সী (৪৫) ও জুলফিকার খালাশী (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহত জুলফিকারের ছোট ভাই শহীদ খালাশী সোমবার রাতে সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চুন্নু, দেলোয়ার মেম্বার, আয়নাল শেখ, মোমরেচ খালাশীসহ ৮৪ জনের নাম উলেস্নখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে বিবাদী করে রাজৈর থানায় মামলা দায়ের করেন। এদিকে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার না করায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠছে। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন দাস, হরিদাসদী-মহেন্দীর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, নিহত জুলফিকারের মেয়ে মরিয়ন আক্তার, নিহত বাবুলের ছেলে প্রমুখ।