দুর্যোগের ক্ষতি না কমালে কল্যাণ আসবে না অতিরিক্ত সচিব রঞ্জিৎ কুমার

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
দৌলতখান (ভোলা) সংবাদদাতা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এনডিসি, অতিরিক্ত সচিব (অডিট) রঞ্জিৎ কুমার সেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে এবং বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। তাই সকল উন্নয়নের পাশাপাশি দুর্যোগের ক্ষতি কমিয়ে আনলে জনকল্যাণ বয়ে আসবে। উপজেলা প্রশাসন ও সিপিপির উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে সিপিপি স্বেচ্ছাসেবকদের মধ্যে সাংকেতিক যন্ত্রপাতি ও গিয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মামুন ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু। আরও বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবিএম আকরাম, ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু, সিপিপ সিনিয়র সহকারী পরিচালক চরফ্যাশন মোকাম্মেল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসাল খবির হোসেন চৌধুরী ও উপজেলা সিপিপি টিম লিটার তোফায়েল আহামেদ প্রমুখ। অতিরিক্ত সচিব আরও বলেন, যারা এদেশকে স্বাধীনতার স্বীকৃতি দেয়নি, তারাই এদেশে সিপিপি চালাতে অনীহা প্রকাশ করেছে। ফলে ১৯৭৩ সালের মার্চ মাস থেকে সোনার বাংলা গড়ার প্রত্যয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের সিপিপির দায়িত্ব নিজের হাতে নিয়ে যান। তখন থেকে সিপিপি উপকূলীয় মানুষের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছে। অনুষ্ঠান শেষে ৬৩০ জন সিপিপি স্বেচ্ছাসেবকের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।