শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় এক বছরে ৪৮ খুন

নতুনধারা
  ১৬ জানুয়ারি ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা জেলায় ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে ৪৮টি খুন, ১৫০টি ধর্ষণ ও ২৩৭টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব হত্যাকান্ড সচেতন মহলে আতঙ্ক সৃষ্টি করছে।

নেত্রকোনা পুলিশ কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১০ থানায় জমি-জমা, জল-মহাল, বালু মহাল, প্রেম নিবেদন, দাম্পত্য জীবনে অশান্তি, পারিবারিক কলহ, পরকীয়া, এলাকায় আধিপত্য বিস্তার, আর্থিক লেনদেন, গ্যাং কালচার, মামলা মোকাদ্দমা সংক্রান্ত ঘটনায় এসব খুনের ঘটনা ঘটে। এছাড়াও জেলায় ১৫০টি ধর্ষণ, ২৩৭টি নারী নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হওয়ায় থানায় ৩ হাজার ৯৫টি মামলা দায়ের করা হয়েছে।

নেত্রকোনার স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের ফেলো প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল বলেন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি শোনা মাত্রই দ্রম্নত কার্যকরী পদক্ষেপ নেয়া, রাজনৈতিক তদবির, দ্রম্নততম সময়ে ও যথাযথ চার্জশিট প্রদানে গড়িমসি, মামলার বিচারকার্যে বিলম্ব ও বিচারহীনতা এবং আইনের ফাঁক ফোকর গলে আসামিদের বেরিয়ে যাওয়ার কারণে জেলায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী বলেন, নেত্রকোনায় কোনো রাজনৈতিক হত্যাকান্ড সংগঠিত হয়নি। পুলিশ আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। আইন-শৃংখলা রক্ষায় পুলিশের সেবা প্রদানের পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণকে এ কাজে সম্পৃক্ত করা হচ্ছে। অপরাধী যত বড়ই হোক তাকে গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<84543 and publish = 1 order by id desc limit 3' at line 1