ঘোড়াশালে রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
পলাশ (নরসিংদী) সংবাদদাতা নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুইদিনব্যাপী উচ্ছেদ অভিযানের প্রথম দিনে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এ কার্যক্রম। এতে ঘোড়াশাল রেলস্টেশন এলাকায় প্রায় চার শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় ডিভিশনাল রেলওয়ে ব্যবস্থাপক এএম সালাউদ্দিন ও রেলওয়ে এস্টেট অফিসার নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ার আরিফ হোসেন ও ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরুল আলম। এর আগে ২০১৬-২০১৭ সালেও একই স্থানে রেলওয়ের জমির ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। পরে পুনরায় একই স্থানে অবৈধ স্থাপনা গড়ে ওঠে। রেলওয়ে এস্টেট অফিসার নজরুল ইসলাম জানান, ঘোড়াশাল টান রেলওয়ে স্টেশন থেকে নামা রেলওয়ে স্টেশন পর্যন্ত এবং ঘোড়াশাল বাজার এলাকায় রেলের প্রায় ৬ একর জমিতে দখলদাররা ৮২০টি দোকান ও স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিল। সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে দুদিনব্যাপী অভিযান পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে। সম্পূর্ণ অভিযান শেষে পুরো জায়গা মাস্টার পস্ন্যানের আওতায় নিয়ে আসা হবে এবং নিয়ম অনুযায়ী লিজ দেয়া হবে।