টঙ্গিবাড়ীতে ড্রেজার জব্দ ও জরিমানা

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২০, ০০:০০

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক বালু ব্যবসায়ীর ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকাল ৫টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উছেন মে'র ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ীকে এক লাখ টাকা অর্থদন্ডও দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উছেন মে জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ড্রেজার ছাড়া আর কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ড্রেজার জব্দ করে এর মালিক মিজান খানকে এক লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। মিজান দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিঘীরপাড় ডাকঘরসংলগ্ন পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন বলে জানান তিনি।