মামলার প্রত্যাহারের দাবিতে বি.বাড়িয়ায় মানববন্ধন

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এবং অবিলম্বে হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আখাউড়ায় দৈনিক যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি ও আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেম এবং দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন মিশুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দুপুরে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি রশিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাংবাদিক মো. আরজু, আবদুন নূর, বাহারুল ইসলাম মোলস্না, সাদেকুর রহমান, রিয়াজ উদ্দিন জামি, মোহাম্মদ আকরাম, জাবেদ রহিম বিজন, আখাউড়া প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হান্নান খাদেম ও সাংবাদিক ফজলে রাব্বি প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৯ সালের ১৫ নভেম্বর উপজেলার আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষায় নকলের সংবাদ দৈনিক যুগান্তরসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়। এ ঘটনায় গত ৯ ডিসেম্বর ওই বিদ্যালয়ের শিক্ষক কাজী ইকবাল বাদী হয়ে সাংবাদিক হান্নান খাদেম ও মহিউদ্দিন মিশুর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।  বক্তারা বলেন, অবিলম্বে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। নতুবা জেলার সাংবাদিকরা কঠোর আন্দোলনে যাবেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।