কালাইয়ে আগাম আলু আবাদে কৃষকের হাসি

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন মাঠে আগাম জাতের আলু উত্তোলন শুরু হয়েছে। এসব আলু বিঘাপ্রতি ৫০-৫২ মণ আবাদ হয়েছে। আর প্রতি মণ আলু বিক্রি হচ্ছে ৭৬০ থেকে ৭৭০ টাকা দরে। এতে অধিক লাভবান হওয়ায় কৃষকরা বেশ খুশি। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ছালজারুল আলম জানান, কালাইয়ে এবার ১০ হাজার ৮০০ হেক্টর জমিতে মিউজিকা, গ্রানোলা, ক্যারেজ, লরা, অ্যাস্টারিস্ক, বট পাকরি, পাহারি পাকরি ও তেল পাকরি জাতের আলু চাষ হয়েছে। এর মধ্যে ২ হাজার ৮০০ হেক্টর মিউজিকা, গ্রানোলা ও ক্যারেজ আলু চাষ হয়। ইতোমধ্যে ১০০ হেক্টর জমির আলু উত্তোলন করা হয়েছে। উপজেলার বালাইট গ্রামের কৃষক জাকির হোসেন জানান, তিন বিঘা ১২ শতক জমিতে লাগানো মিউজিকা আলুর বিঘাপ্রতি ফলন পেয়েছেন ৫০ মণ। প্রতি মণ আলু ৭৬০ টাকায় বিক্রি করেন। বিঘাপ্রতি সব মিলিয়ে তার খরচ হয় ১৫ হাজার টাকা। বিঘাপ্রতি ৩৮ হাজার টাকা দরে আলু বিক্রি করে খরচ বাদে প্রতি বিঘা ২৩ হাজার টাকা লাভ হয়েছে। আলু ব্যবসায়ী মোমেজ উদ্দিন ও রবিউল জানান, বর্তমানে আলুগুলো ৭৬০ থেকে ৭৭০ টাকা দরে কেনাবেচা হচ্ছে। কৃষকরা এবার আলুর ভালো দাম পাবেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, আগাম জাতের আলু মানেই অধিক লাভ। কেননা আগাম জাতের আলুতে রোগ-বালাই কম হয় আর চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়া যায়। আলুর ভালো দাম পাওয়ায় কৃষকরা বেশ খুশি।