সিন্ডিকেটের কাছে কৃষক জিম্মির অভিযোগ

পুঠিয়ায় সরকারিভাবে ধান-চাল ক্রয় বন্ধ

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
পুঠিয়া (রজশাহী) সংবাদদাতা চলতি অর্থবছরে রোপা-আমন ধান ও চাল সংগ্রহ অভিযানে রাজশাহীর পুঠিয়ায় কিছু সিন্ডিকেটের কাছে সাধারণ কৃষক জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে পাবনা থেকে আনা চালের ট্রাক ফেরত দেওয়া হয়েছে। বর্তমানে ধান-চাল ক্রয় বন্ধ রয়েছে। নাম না প্রকাশের শর্তে ভুক্তভোগী কয়েক কৃষক জানান, লটারিতে নাম ওঠার পর তারা ধান নিয়ে উপজেলায় যায়। কিন্তু সেখানে উপজেলা খাদ্য অফিস থেকে ধানে আর্দ্রতা কম, চিটা আছে, কালার খারাপ অজুহাত দিয়ে টাকা দাবি করে। টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাদের ধান ফেরত দেয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ৫ ও ৭ ডিসেম্বর ধান-চাল সংগ্রহ অভিযানে পুঠিয়া পৌরসভায় ৪০ জন, পুঠিয়া ইউনিয়নে ৯০, বানেশ্বর ইউনিয়নে ১২০, বেলপুকুরিয়ায় ১০০, ভালুকগাছীতে ১১০, শিলমাড়িয়ায় ৬০, জিউপাড়ায় ১০৮ কৃষককে লটারির ম্যাধ্যমে নির্বাচিত করা হয়। ১০ ডিসেম্বর থেকে কৃষকরা ধান দেওয়া শুরু করে। উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, মিলাররা চাল নিয়ে এসেছিলেন কিন্তু উপজেলা চেয়ারম্যান সেই চাল ফেরত দিয়েছেন। ইউএনও মো. ওলিউজ্জামান জানান, এ ব্যাপারে খাদ্য গুদাম কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে বুধবার থেকে ধান-চাল ক্রয় বন্ধ থাকছে।