সরকারি শাহ্‌-এয়তেবাড়িয়া কলেজে শুরু হচ্ছে ডিগ্রি (পাস) কোর্স

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

দুপচাঁচিয়া (বগুাড়া) সংবাদদাতা
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া সরকারি শাহ্‌-এয়তেবাড়িয়া এইচএসসি কলেজটি ডিগ্রি (পাস) কোর্সের অনুমোদন লাভ করেছে। এতে করে এ কলেজটিতে এখন থেকে ডিগ্রি (পাস) কোর্সের বিএসএস, বিবিএস ও বিএ বিভাগে শিক্ষার্থীরা লেখাপড়া করার সুযোগ পাবে। গত বছরের সেপ্টেম্বরে আবেদনের প্রক্ষিতে গত ১৪ জানুয়ারি ২০২০ ইং তারিখে ডিগ্রি (পাস) পর্যায়ে বিষয় খোলার অনুমোদন লাভ করে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-৪ থেকে জারি করা এক পরিপত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কলেজের অধ্যক্ষ মো. ফারুক আহম্মেদ বলেন, তিনি গত বছরের ১ জুন এ কলেজে যোগদান করেছেন। এর পর থেকে কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা ব্যবস্থা করেছেন। টেস্ট পরীক্ষায় প্রথম স্থান অধিকারীকে বিনা টাকায় এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপ করানো হয়েছে। সেই সঙ্গে কলেজটি ডিগ্রি (পাস) কোর্স চালুর আবেদন করলে তা অনুমোদন হয়। তিনি আরও বলেন, এটি তার কৃতিত্ব নয়, এটি কলেজ স্টাফসহ তালোড়াবাসীর কৃতিত্ব। প্রসঙ্গত, তালোড়া শাহ্‌-এয়তেবাড়িয়া কলেজ ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৮ সালে এ কলেজটি সরকারিকরণ করা হয়। বর্তমানে এ কলেজের শিক্ষার্থীর সংখ্যা ২৪০ জন।