রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতে ৭ জনের জেল-জরিমানা

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা ঝালকাঠির রাজাপুরে পৃথক দুই অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও বেহুন্দি জাল দিয়ে মাছ ধরার দায়ে সাতজনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ হাওলাদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রত্যেককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং অবৈধ বেহুন্দি জাল ব্যবহার করে মাছ শিকারের অপরাধে এক জেলের ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জানা গেছে, বুধবার রাত সাড়ে ৩টায় উপজেলার বড়ইয়ার পালট-সংলগ্ন বিষখালি নদীতে অভিযান চালিয়ে নদী থেকে বালু উত্তোলনের সময় জলিল সিকদার (৪২), শুক্কুর খান (২৫), মাহবুব বাহাদুর (৩৯) ও অবৈধ বেহুন্দি জাল ব্যবহার করে মাছ শিকারের সময় মো. শহিদ আকনকে (৬৫) হাতে-নাতে আটক করে। বুধবার বিকালে বাদুরতলা এলাকায় বিষখালি নদীতে বালু উত্তোলনের সময় রাজীব শরীফ (১৮), কামাল শরীফ (৪০) ও জসিম হাওলাদারকে (৪০) আটক করে। অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত ড্রেজার মেশিন, বালুবহনকারী জাহাজ ও নৌকা নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হবে।