ময়মনসিংহের শ্রেষ্ঠ শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশ | ১৭ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
শেরপুর প্রতিনিধি ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে শেরপুর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঘোষিত পরিপত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, শেরপুর শহরের মাধবপুরস্থ সরকারি বালিকা বিদ্যালয়ের সঙ্গে ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে ভালো ফলাফল করে আসছে। সবশেষ গত বছর সমাপনী পরীক্ষায় ৯৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ এবং বাকিরা এ পস্নাসের মধ্যে ফলাফল অর্জন করে। প্রধান শিক্ষক রোকসানা আজমেরী মলি জানান, তারা শিশুদের পড়াশোনায় মনযোগী হতে বিশেষ যত্ন নেন।