বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনার বারহাট্টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু -যাযাদি
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, সারাবিশ্বের কাছে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু এদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য অগ্রযাত্রায় দুর্বার গতিতে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। নেত্রকোনার বারহাট্টা উপজেলার তেগরিয়া বাজারে শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রম্নপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি আরও বলেন, রক্ত দিলে মানুষের শরীরের কোনো ক্ষতি হয় না। রক্তের অভাবে প্রতি বছর অসংখ্য মানুষ মারা যায়। তিনি প্রতিটি সুস্থ সবল মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। নেক্সাস রয়েল ক্লাবের সভাপতি শেখ তারিক আকিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, কৃষিবিষয়ক সম্পাদক দীপক ধর গুপ্ত, রায়পুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রাজু ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. মো. জুনাইদ প্রমুখ। কর্মসূচিতে বিনামূল্যে ১ হাজার লোকের রক্তের গ্রম্নপ নির্ণয় করা হয়।