যশোরে রাশেদ খান মেনন

ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, যশোর বাংলাদেশ ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, কমরেড অমল সেন ছিলেন কমিউনিস্ট ঐক্যের প্রতীক। তিনি সারাজীবনের স্বপ্ন জনগণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। সেই সংগ্রাম থেকে পার্টি এক চুল পরিমাণ বিচু্যত হবে না। পার্টির মূল পতাকা আমরাই আঁকড়ে আছি, অন্যরা (মার্কসবাদী) ফেসবুক নেতা। সকলকে দীপ্ত শপথ নিতে হবে বিভাজনের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র বিভাজনের মোকাবিলা করতে হবে। শুক্রবার বিকালে যশোরের বাঘারপাড়ার বাকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে কমরেড অমল সেনের ১৭তম মৃতু্যবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সহসভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সাতক্ষীরার সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির পলিট বু্যরোর সদস্য মোস্তফা লুৎফুলস্নাহ, সংগঠনের সাবেক সম্পাদক আনিসুর রহমান মলিস্নক, সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নূর আহম্মদ বকুল, কামরুল হাসান, অধ্যাপক নজরুল ইসলাম নিলু, যশোর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু বক্কার সিদ্দিকী, সাধারণ সম্পাদক ছবদুল হোসেন খাঁন প্রমুখ।