রামগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

রামগঞ্জ (লক্ষ্ণীপুর) সংবাদদাতা
লক্ষ্ণীপুরের রামগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে সিরোন্দি খাতুনে জান্নাত দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির এক ছাত্রী। বাল্যবিবাহের প্রস্তুতির অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মুনতাসীন জাহান বৃহস্পতিবার বিকালে ছাত্রীর বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও লিখিত মুচলেকা আদায় করেন। সূত্র জানায়, উপজেলার দেবনগর গ্রামের তালুকদার বাড়ির সৌদী প্রবাসী শামসুল ইসলাম পলাশের সঙ্গে ওই ছাত্রীর বিয়ের কথা ছিল শুক্রবার। খবর পেয়ে উপজেলা মহিলা কর্মকর্তা রিফাত আরা সুমি ছাত্রী ও তার বাবা-মাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মুনতাসী জাহানের কাছে হাজির করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত ছাত্রীর বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করেন।