যশোরে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে এসপিকে স্মারকলিপি

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, যশোর
যশোর শহরের স্টেডিয়ামপাড়ার এলাকাবাসী চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ফের পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন। বৃহস্পতিবার শতাধিক এলাকাবাসী পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেন। যশোরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন স্মারকলিপি গ্রহণ করে সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, স্টেডিয়ামপাড়ার বাসিন্দারা সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ। সন্ত্রাসীদের অত্যাচারে এর আগে গত ৫ অক্টোবর এলাকাবাসী তৎকালীন পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন। পরদিন ৬ অক্টোবর মামুন ও মিলন ১১২ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়। এই মাদক মামলা ছাড়াও দুই ভাইয়ের বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে। এদিকে, মামুন ও মিলন জামিনে ছাড়া পাওয়ার পর এবং তৎকালীন পুলিশ সুপার মঈনুল হক বদলি হয়ে যাওয়ার পর দুই ভাইয়ের সন্ত্রাসী চক্র ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। এ কারণে এলাকাবাসী নতুন পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে এলাকাবাসী আরও উলেস্নখ করেছেন, ২০১৪ সালের ১৯ আগস্ট বৃহত্তর স্টেডিয়ামপাড়ায় শান্তি-শৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন পুলিশ সুপার আনিসুর রহমান সন্ত্রাসী চক্রের হোতা দুই ভাই মামুন ও মিলনকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এরপর থেকে তারা পলাতক ছিল। ২০১৮ মামুন-মিলন এলাকায় ফিরে এসে ফের তাদের কর্মকান্ড শুরু করে।