সংবাদ সম্মেলনে অভিযোগ

লোহাগাড়ায় বিজয় মেলায় ভাঙচুর

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের লোহাগাড়ায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুদ্ধকালীন কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী -যাযাদি
চট্টগ্রামের লোহাগাড়ায় বিজয় মেলায় পুলিশ ভাঙচুর করে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুদ্ধকালীন কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী। তবে পুলিশ বলছে ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। মেলায় স্থানীয়রা অশ্লীল কার্যকলাপ চলছে বলে অভিযোগ করায় অভিযান চালিয়ে তা বন্ধ করা হয়েছে। লিখিত বক্তব্যে যুদ্ধকালীন কমান্ডার মোস্তাফিজুর রহমান চৌধুরী অভিযোগ করে বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে ১৬ ডিসেম্বর' ১৯ইং থেকে ১৫ জানুয়ারি ২০২০ইং পর্যন্ত বিজয় মেলার অনুমতি থাকলেও গত ১২ জানুয়ারি রাতে পুলিশ মেলা কর্তৃপক্ষের কারো সাথে আলাপ না করে হঠাৎ করে অভিযান চালিয়ে মেলা কার্যক্রম বন্ধ ও দোকানপাট ভাঙচুর করে বলে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে মেলায় অশ্লীল নাচ-গান চলছে উলেস্নখ করে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় নিউজ ছাপার প্রতিবাদও জানানো হয় এবং এভাবে মুক্তিযোদ্ধা কর্তৃক আয়োজিত বিজয় মেলা ভাঙচুর করে বন্ধ করার মাধ্যমে মূলত মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়েছে বলেও তারা দাবি করেন। সংবাদ সম্মেলনে এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের শাস্তির দাবি জানান মুক্তিযোদ্ধারা। লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, মুক্তিযোদ্ধাদের সঙ্গে পুলিশের কোনো বিরোধ নেই। মেলায় স্থানীয়রা অশ্লীল কার্যকলাপ চলছে বলে অভিযোগ করলে উপজেলা চেয়ারম্যানকে এ ব্যাপারে অবহিত করি। তিনি মেলায় অশ্লীলতার অনুমতি দেননি বলে জানালে আইনশৃঙ্খলা রক্ষার্থে পদক্ষেপ গ্রহণ করি।