কিশোরগঞ্জে আলুর লক্ষ্যমাত্রা অতিক্রম

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২০, ০০:০০

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের হাওরাঞ্চলসহ বিভিন্ন উপজেলায় আলুর আবাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে। জেলার তেরটি উপজেলায় গোল আলু ও মিষ্টি আলুর প্রচুর আবাদ হয়েছে। জেলায় ৫ হাজার ৫৯৩ শত হেক্টর জমিতে গোল আলু ও ১ হাজার ৫৮০ হেক্টর জমিতে মিষ্টি আলুসহ মোট ৭হাজার ১৭৩ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়। এর মধ্যে ৫ হাজার ৬৯৮ শত হেক্টর জমিতে গোল আলু ও ১ হাজার ৬০২ হেক্টর জমিতে মিষ্টি আলুসহ মোট ৭হাজার ৩০০ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। এবার জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২৭ হেক্টর বেশি আবাদ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার হোসেনপুরে ৩৭০ হেক্টর, সদরে ৩০০ হেক্টর, পাকুন্দিয়ায় ১২৩৫, কটিয়াদীতে ৫০৩, করিমগঞ্জে ৫৭০, তাড়াইলে ২৬০ হেক্টর, ইটনায় ৪৮০ হেক্টর, মিঠামইনে ৩৫২ হেক্টর, নিকলিতে ৫৭০ হেক্টর, অষ্টগ্রামে ৫২০ হেক্টর, বাজিতপুরে ৪৯০ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। এদিকে কুলিয়ারচরে আলু আবাদের লক্ষ্যমাত্রা ছিলো ২৭০ হেক্টর, এর মধ্যে আবাদ হয়েছে ২৯০ হেক্টর জমিতে। ভৈরবে আলু আবাদের লক্ষমাত্রা ছিল ১৩২০ হেক্টর, এর মধ্যে আবাদ হয়েছে ১৪৭০ হেক্টর জমিতে। বাজিতপুর উপজেলা কৃষি কর্মকর্তা এবিএম রকিবুল হাসান জানান, অন্যান্য বছরের তুলনায় বাজিতপুরসহ কিশোরগঞ্জের হাওড় এলাকায় এবার আলুর বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত উপপরিচালক) ড. মোহিত কুমার দে জানান, এবার জেলায় আলু আবাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলু আবাদ হয়েছে।