জুড়ীতে এখনো জমে ওঠেনি কোরবানির পশুর হাট

প্রকাশ | ১৯ আগস্ট ২০১৮, ০০:০০

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
ঈদের বাকি আর গনা মাত্র ক’দিন ! অনেকেই এখনো তাদের পছন্দমতো কোরবানির পশু ক্রয় করতে পারেননি। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দুটি পশুর হাট রয়েছে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার জুড়ী কামিনীগঞ্জে ও শনিবারে ফুলতলা বাজারে হাট বসে। কিন্তু এখনো জমে ওঠেনি কোরবানির হাট। বিক্রেতারা গরু, ছাগল ও ভেড়া হাটে নিয়ে আসা-যাওয়া করছেন, ন্যায্য দাম না পাওয়ায় বিক্রয় করছেন না। ফলে, হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটছে পাইকারি পশু ক্রেতাদের। ক্রেতা, বিক্রেতাসহ সবার ধারণা শেষ সময়ে জমে উঠবে কোরবানির হাট। তবে গত বছরের ন্যায় এবার দাম কম, এমনই বলতে শোনা গেছে লোকমুখে। বাজারে ভারতীয় গরু ওঠায় এমনটা হয়েছে বলে জানান, স্থানীয় বিক্রেতারা। এদিকে ঈদ উপলক্ষে আগামী রোব, সোম ও মঙ্গলবার জুড়ী বাজারে হাট বসবে বলে জানিয়েছেন হাট ইজারাদার কতৃর্পক্ষ।