চিতলমারীতে বাল্য বিবাহ পন্ড

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ০০:০০

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলা পলস্নীতে স্কুলপড়ুয়া মেয়েকে বিবাহ দিতে গেলে মেয়ের পিতাকে আর্থিক জরিমানা করেছে প্রশাসন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বরযাত্রী পালিয়ে গেলেও মেয়ের পিতাকে ১০ হাজার টাকা জরিমানাসহ বিবাহ বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার চর ডাকাতিয়া গ্রামের নারায়ণ চন্দ্র বালার বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিবাহের আসরে বর-কনের মালা বদলের জন্য পুরোহিত যখন মন্ত্রপাঠে ব্যস্ত সেই মাহেন্দ্রক্ষণে বর মহানন্দের চোখ কপালে উঠল। বাড়ির সামনে পুলিশের গাড়ি এসে থামল। বাল্যবিবাহ করতে এসে মুহূর্তেই বিয়ের আনন্দ পন্ড হলো বর মহানন্দের। চর ডাকাতিয়া গ্রামের নারায়ণ চন্দ্র বালার স্কুলপড়ুয়া মেয়ের সাথে চরবড়বাড়িয়া গ্রামের দেবেন্দ্র নাথ মন্ডলের ছেলে মহানন্দ মন্ডলের বিয়ের আয়োজন করা হয়েছিল।