১৫ জন চোরাকারবারির আত্মসমর্পণ সাতক্ষীরায়

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২০, ০০:০০

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় এবার 'আর নয় চোরাচালান' স্বাভাবিক জীবনে ফিরে আসার এ অঙ্গীকার নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ১৫ জন চোরাচালানি। শনিবার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের এই ১৫ জন চোরাচালানি আত্মসমর্পণ করেন। তারা দীর্ঘদিন ধরে চোরাচালানের সঙ্গে জড়িত থেকে বাংলাদেশের পণ্য ভারতে এবং ভারতের পণ্য বাংলাদেশে পাচার করে আসছিলেন। এক বা একাধিক সিন্ডিকেট করে তারা চোরাচালানে নিজেদের জড়িয়ে রেখেছিলেন। চোরাচালানে ঘৃণা ছুড়ে দিয়ে এখন থেকে তারা ভিন্ন কর্মসংস্থান বেছে নেবেন বলে জানিয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, তারা নিজেদের উপলব্ধি এবং পুলিশের আহ্বানে শনিবার সদর থানা চত্বরে এসে আত্মসমর্পণ করেন। তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় তারা লিখিত অঙ্গীকার করেন। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো দ্রম্নত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। আত্মসমর্পণকারীরা হলেন- গোবিন্দকাটি গ্রামের জামাল হোসেন, মনিরুল ইসলাম মনি, মো. আলাউদ্দিন, ফারুক হোসেন, বাবলুর রহমান, আলি হোসেন, শহিদ হোসেন, কামরুজ্জামান রানা, মফিজুল ইসলাম, জিয়ারুল ইসলাম, মিজানুর টিক্কা, শাহিন, আজিজ ও আজিজার রহমান।